বাংলাদেশের খবর

আপডেট : ১৩ মার্চ ২০২০

কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ড ৮ টি প্রতিষ্ঠান পুড়ে ছাই

কুতুপালং ক্যাম্পে অগ্নিকান্ডে বাড়ী, স্কুল ও দোকান পুড়ে ছাই প্রতিনিধির পাঠানো ছবি


উখিয়ার কুতুপালং ক্যাম্প ২, ব্লক ডি ৫ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ ব্র্যাক স্কুল, ৫ টি বসতবাড়ী ও ২ টি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও কক্সবাজারের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেবাতে সক্ষম হলেও ততক্ষণে প্রায় দুই লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। উদ্ধার করেছে প্রায় ১০ লক্ষ টাকার সরঞ্জাম।

উখিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ফায়ার ষ্টেশন অফিসার আল আমিন জানান, পানের দোকানী মোহাম্মদের ছেলে আব্দুল আমিনের বাড়ীর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বাতাসের তীব্রতায় মোঃ আব্দুল আমিন (৩০), রুজিনা আকতার (৩২), জুবাইদা (৩০), আনোয়ারা (৩০) ও নুর বাহার (৩০) এর বাড়ীসহ ৫টি বাড়ী পুড়ে যায়। এসময় মোঃ শফি ও মোঃ আব্দুল আমিনের মুদির দোকান পুড়ে গিয়ে ব্র্যাক স্কুলে অগ্নিকাণ্ড সংগঠিত হলে ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপক কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের রিডার মুইচা কৈ মার্মা জানান, তারা দুইটি ইউনিটের ১২ জন সদস্য ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্থানীয় রোহিঙ্গারাও তাদেরকে সহযোগিতা করেছে বলেও ফায়ার সার্ভিস স্বীকার করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১