আপডেট : ১৩ মার্চ ২০২০
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে দিয়েছেন। আজ শুক্রবার জাটকা রক্ষাকল্পে নির্বাহী অফিসার ওবায়েদুর রহমান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমি মোঃ সায়েফ মৎস্য বিভাগের সহায়তায় উপজেলার বিভিন্ন নদীতে মোবাইল কোর্ট পরিচালনা কর হয়। নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার বেলুয়া, কালিগঙ্গা ও তালতলা নদীতে শুক্রবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী ও দৈহারী বাজার নৌ পুলিশ ফারির এ এস আই তোফায়েল আহম্মেদ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিভিন্ন নদীখালে অভিজান চালিয়ে ২৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন এবং ঘোষকাঠী লঞ্চ ঘাটের কাছে তা জনমম্মুখে পুড়িয়ে দেন। বিনষ্টকৃত জালের মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১