বাংলাদেশের খবর

আপডেট : ১৭ মার্চ ২০২০

নিষেধাজ্ঞার মধ্যে জেদ্দা থেকে ফিরলেন ৪০৯ যাত্রী


৪০৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি ২৩৬।

আজ মঙ্গলবার (১৭ই মার্চ) বিকাল সোয়া ৪টায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে আটকে পড়া ২৯৯ ওমরাহ যাত্রীসহ ফ্লাইটটি অবতরণ করে। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, জেদ্দা, কাতার, দুবাই থেকে আসা ৪০৯ জনকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ না পাওয়ায় ইমিগ্রেশন শেষে হজ্ব ক্যাম্পে যেতে হচ্ছে না তাদের। বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে তাদের।

এর আগে, বিমানের বিশেষ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার (১৫ মার্চ) থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় বিমানের সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। আগামী দুই সপ্তাহ এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কেউ দেশে ফিরতে আসতে পারবেন না। তাই সৌদিতে আটকে পড়া ওমরাহ যাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট পাঠিয়েছিল বিমান।

গত সোমবার দুপুর ১২টা থেকে ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় যুক্তরাজ্য ছাড়া বাংলাদেশের সঙ্গে ইউরোপের সব ফ্লাইট। ফলে এই দুই সপ্তাহ ইতালি, ফ্রান্স, স্পেনসহ ইউরোপের কোনও দেশ থেকেই দেশে আসতে পারবেন না যাত্রীরা। ভিন্ন ট্রানজিটে কেউ আসার চেষ্টা করলেও, ফেরত পাঠানো হবে তাদের বলে সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যে গত শনিবার ও রবিবার এই দুদিনে ইতালি থেকে ফেরেন ৪ শতাধিক বাংলাদেশি। আশকোনা হজ ক্যাম্পে তাদের কোয়ারেন্টিনে রাখা ও ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয় কিছুটা জটিলতা। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের হোম কোয়ারেন্টিনের কথা বলে ছেড়ে দেয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১