আপডেট : ০২ এপ্রিল ২০২০
দাগনভূঞায় তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাতের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে। এসময় দাগনভূঞা বাজারে সিটি মেডিসিন কর্নারে মেয়াদ উর্ত্তীণ ঔষুধ বিক্রি করায় ফার্মেসীর মালিক মো. আরমান হোসেন কে ৫ হাজার টাকা এবং করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা না মেনে পানের হাট সৃষ্টি করে গণজমায়েত করায় তুলাতলী বাজারে পানের আড়তদার মো: কামাল উদ্দিনের ৩ হাজার ও মোক্তার হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত বলেন, মেয়াদ উর্ত্তীণ ঔষুধ বিক্রি করায় সিটি মেডিসিন কর্ণারকে জরমিনা করা হয় এবং তুলাতুলি পানের দুই আড়তদারকে ইতোপূর্বে সচেতন ও সতর্ক করা হলেও তারা তা অমান্য করে গণজমায়েত সৃষ্টি করায় এ জরিমানা করা হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১