আপডেট : ১৩ এপ্রিল ২০২০
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় করোনা'য় কর্মহীন অসহায় ৫০০ শত পরিবারকে রাতের আঁধারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দিলেন সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। লতব্দি ও বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর,চশিমউদ্দিনের চর,মোল্লাকান্দি,নতুন ভাসান চর, পুরান ভাসান চরের ইটভাটা নৌকা চালক বেকার শ্রমিক সহ আশেপাশের অন্যান্য সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের বাড়ী বাড়ী গিয়ে রবিবার দিবাগত রাতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে বলে জানান মহিলা ভাইস চেয়ারম্যান। ৫০০ সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি পেঁয়াজ,৫ কেজি আলু, ২ লিটার তৈল, বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে বাউল বাড়ি সহ উপস্থিত ছিলেন,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মোল্লাকান্দি বালুচরের সুশীল ও তরুণ সমাজ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১