বাংলাদেশের খবর

আপডেট : ১৩ এপ্রিল ২০২০

৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিলেন মহিলা ভাইস চেয়ারম্যান


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় করোনা'য় কর্মহীন অসহায় ৫০০ শত পরিবারকে রাতের আঁধারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দিলেন সিরাজদিখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন।

লতব্দি ও বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর,চশিমউদ্দিনের চর,মোল্লাকান্দি,নতুন ভাসান চর, পুরান ভাসান চরের ইটভাটা নৌকা চালক বেকার শ্রমিক সহ আশেপাশের অন্যান্য সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের বাড়ী বাড়ী গিয়ে রবিবার দিবাগত রাতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে বলে জানান মহিলা ভাইস চেয়ারম্যান।  ৫০০ সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৩ কেজি পেঁয়াজ,৫ কেজি আলু, ২ লিটার তৈল, বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে বাউল বাড়ি সহ উপস্থিত ছিলেন,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মোল্লাকান্দি বালুচরের সুশীল ও তরুণ সমাজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১