বাংলাদেশের খবর

আপডেট : ১৩ এপ্রিল ২০২০

ট্রাকে করে গ্রামে ফেরা, চাটমোহরে রামচন্দ্রপুর সড়ক লকডাউন


ঢাকা নারায়ণগঞ্জ থেকে মালবাহি ট্রাকে গ্রামে ফিরছে মানুষ। এ অবস্থায় পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর তিন মাথা মোড় মেইন বিশ্বরোড়ে মাঝ পথে বাঁশ ফেলে লকডাউন ঘোষণা করেছেন স্থানীয়রা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার দুই ইউনিয়নের গ্রাম পুলিশ পাহাড়া দিচ্ছেন।

দায়িত্বরত গ্রাম পুলিশ নিজাম উদ্দিন জানিয়েছেন, অপরিচিত কোনো ব্যক্তিকে এলাকায় প্রবেশ, ঢাকাসহ অন্যান্য স্থান থেকে মালবাহী ট্রাকে গোপনে গ্রামের বাড়িতে আসা লোকদের জন্য ঠেকাতে এখানে দিনরাত আমরা কাজ করছি।

গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন গণপরিবহন বন্ধে অপরিচিত কেউ এলাকায় যাতে না প্রবেশ করতে পারে সে জন্য রাস্তায় লকডাউন দেওয়া হয়েছে। তাছাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে ঘুরাঘুরি না করতে পারে সে জন্য তিন মাথা মোড়ে বাঁশ ফেলে লকডাউন দেওয়া হয়েছে। এছাড়া নতুন পাড়া গ্রামে, চরমথুরাপুর এলাকায় স্বেচ্ছায় লকডাউন করেছেন স্থানীয়রা। পৌরসভার আফ্রাতপাড়া মহল্লাবাসী স্বেচ্ছায় লকডাউন ঘোষনা করছে। তারা মহল্লায় প্রবেশের সকল রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেছে। তবে এই লকডাউন নিয়ে নানাজনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লকডাউনের কারণে জরুরি রোগিবাহী অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য খাদ্যবহনকারী গাড়ি চলাছল করতে পারছে না।

এদিকে উপজেলার সমাজ, নিমাইচড়া, নবীন, চরনবীন গ্রামের মানুষ নিজেরাই নিজেদের বাড়ি লকডাউন করেছেন। কারণ এসকল গ্রামে ৭০ জনের অধিক শ্রমিক চাঁদপুর ও মাদারীপুর থেকে ফিরেছেন। অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বের হচ্ছেন না।

উপজেলার ছাইকোলা এলাকায় গুমানী নদীর উপর তৈরি বাঁশের সাঁকো তুলে দেওয়া হয়েছে। যাতে কেউ গ্রামে ঢুকতে না পারে। এর আগে উপজেলার কাটাখালী গ্রামকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১