বাংলাদেশের খবর

আপডেট : ১৩ এপ্রিল ২০২০

পীরগঞ্জে অটো-ইজিবাইক চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


রংপুর পীরগঞ্জের চতরায় সোমবার চতরা উচ্চ বিদ্যালয় মাছে ১৮০ জন অটো, ইজিবাইক চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ খাদ্যসামগ্রী বিতরণ করেন পীরগঞ্জের সাবেক সাংসদ মরহুম আব্দুল জলিলের প্রবাসী কন্যা জুঁই আকতার, ইউপি সদস্য ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও ইউপি সদস্য নুর মোহাম্মদ গোল্লা।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্টিকালের জন্য অটো ও ইজি বাইক চলাচল বন্ধ থাকায় শ্রমজীবী চালকরা পড়েছেন বিপাকে। সোমবার সকাল দশটায় অটো, সিএনজি ও ইজিবাইক চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলেয়া জলিল, আওয়ামী লীগের সাবেক সভাপতি ননতু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসান আলী প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা, নিজে নিরাপদ থাকা, মাক্স ব্যবহার করা এবং অপরকে নিরাপদ থাকতে সাহায্য করার অনুরোধ জানান। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আসবেন তারা নিজ দায়িত্বে ১৪ দিন বাসায় থাকবেন এবং ইউপি চেয়ারম্যানকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান করেন।

ইউপি সদস্য নুর মোহাম্মদ গোল্লা জানান পর্যায়ক্রমে ইউনিয়নের মানুষ যেন খাবার কষ্টে না থাকে সরকারের পাশাপাশি বিত্তবানরা আরো এগিয়ে আসবে। আমরাও পর্যায়ক্রমে সহযোগিতা করব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১