আপডেট : ১৪ এপ্রিল ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির গোসল, জানাযা ও দাফনে প্রস্তুত ওলামা-কেরামের নয় সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল। এ দলের সার্বিক সহযোগিতা করছেন চৌদ্দগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশিং ও গুণবতী জামিয়া ফারুকিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল। মঙ্গলবার তিনি জানান, আল্লাহর কাছে শুকরিয়া চৌদ্দগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত বা মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে করোনায় কোনো ব্যক্তি মারা গেলে ইসলামী শরিয়া মোতাবেক তার গোসল, জানাযা ও দাফনে প্রস্তুত রয়েছে ওলামা-কেরামের স্বেচ্ছাসেবী দল। এ ক্ষেত্রে তারা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। স্বেচ্ছাসেবী দলের দায়িত্বপ্রাপ্তরা হলেন- উপদেষ্টা মাওলানা ইসমাইল, টিম প্রধান মুফতি মাহমুদুল হাসান গুণবী, সদস্য হাজী মোঃ মহিউদ্দিন, হাফেজ মাওলানা বশির আহমাদ, মাওলানা মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা মুনিরুল ইসলাম, রোকনোজ্জামান, তৌহিদুল ইসলাম ও ইমদাদুল হক সোহাগ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১