আপডেট : ১৫ এপ্রিল ২০২০
গাজীপুরের শ্রীপুরে এক স্পিনিং মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছে। এ সময়ে শ্রমিকরা শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। আজ বুধবার কেওয়া এলাকায় নাকিব স্পিনিং মিলের ফটকে বিক্ষোভের এ ঘটনা ঘটেছে। পরে সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে শ্রমিকেরা আন্দোলন থামিয়ে অবরোধ তুলে নেন। কারখানার শ্রমিকেরা জানান, তাদের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন মঙ্গলবার পর্যন্ত পরিশোধ করেনি কর্তৃপক্ষ। অথচ দেশের এমন পরিস্থিতিতে তাদের চরম অর্থকষ্টে দিন কাটছে। শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি নির্দেশনা থাকার পরেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধে গড়িমসি করছে। ১৫ তারিখ সকালের মধ্যেই বেতন পরিশোধ করার কথা ছিল। মোবাইল ব্যাংকিং করে বেতন পরিশোধ করা হবে বলেছিল। কিন্তু শ্রমিকদের অধিকাংশেরই মোবাইল লেনদেনের অ্যাকাউন্ট নেই। তাই বেতনের টাকা হাতে হাতে দেয়ার কথা হয়। যথাসময়ে বেতন না পাওয়ায় শ্রমিকরা উত্তেজিত হয়ে মাওনা- শ্রীপুর সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধ করবেন। এমন আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর কারখানা এলাকা শান্ত হয়ে যায়। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। একাধিকবার চেষ্টা করেও কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১