আপডেট : ২২ জুলাই ২০২০
গোপালগঞ্জ জেল থেকে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্তি পাওয়া ৪০ জন কারাবন্দিদের বুধবার বেলা ১১ টায় খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জেআইজেড-এর আর্থিক সহায়তায় আইআরএসওপি প্রকল্পের উদ্যোগে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। গোপালগঞ্জ জেলা কারাগার চত্বরে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও সদ্য জামিনে মুক্তি পাওয়া ৪০জনের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে জনপ্রতি ২৫ কেজি চাল,৫ কেজি তেল, ১ কেজি ডিটারজেন্ট , ৫টি সাবান , ৫ কেজি আলু , ৪ কেজি পেয়াজ , ৮ কেজি ডাল , ৫টি মাস্ক, ২ কেজি চিনি ও ২ কেজি লবন। এ সময় জেল সুপার জুবায়ের রহমান রাশেদ (ভারপ্রাপ্ত), জেলার ফরিদুর রহমান রুবেল, উদ্যোক্তা সংগঠনের প্রকল্প সমন্নয়কারি ইব্রাহিম মিয়া, মুনির হাসান মিটু, এ্যাডভোকেট মিনা খানমসহ প্রকল্পের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১