বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুলাই ২০২০

স্বাস্থ্যবিধি না মানায় দিনাজপুর সদর উপজেলায় আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়ছে



দিনাজপুর প্রতিনিধি ॥

স্বাস্থ্যবিধি অনুসরন না করায় দিনাজপুর সদর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঢিলেঢালা দায়িত্বের কারণে সংক্রমন বেড়ে চলছে।

বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ১ হাজার ৩৩৭ জনের মধ্যে সদর উপজেলাতেই আক্রান্ত হয়েছে ৫৬৭ জন। এ পর্যন্ত মৃত ২৯ জনের মধ্যে সদরে মারা গেছেন ৭ জন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৭ জন, মারা গেছেন ২৯ জন। আর সুস্থ হয়েছেন ৮০৮ জন। ৯ হাজার ৭৯৬ জনের নমুনা সংগ্রহ করে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবে ৯ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। কোয়ারেন্টাইনে আছেন ১৬ হাজার ২৯৪জন। হোম আইসোলেশনে ৪৭০ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৭জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৩ জন করোনা রোগী।

দিনাজপুর পৌর এলাকাসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নে স্বাস্থ্যবিধি অনুসরনে অবহেলা করায় আশঙ্কাজনকভাবে সংক্রমণে বিস্তার বাড়ছে। জেলার ১ হাজার ৩৩৭ জনের মধ্যে সদরেই আক্রান্ত ৫৬৭ জন। প্রতিদিন সদরে ২০ থেকে ২৫ জন করে নতুন করে আক্রান্ত হচ্ছেন মানুষ। সামাজিক দূরত্ব মেনে চলার কোন বালাই নেই। সর্বত্রে মানুষ চলাচল ও ঘোরাফেরা করছেন অবাধে। অনেকেই মাস্ক ছাড়াই হাট-বাজারে, রাস্তাঘাটে, দোকান-পাটে যাতায়াত করছেন। শহরের দোকানপাট, সুপার মার্কেট ও শপিংমলে মানুষের ভীড় সংক্রমন ছড়াচ্ছে। এছাড়া ইজিবাইকে কোনভাবেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

পৌর এলাকাসহ সদর উপজেলায় আশঙ্কাজনকহারে সংক্রমন বাড়লেও জেলা করোনা প্রতিরোধ কমিটির নেই কোন কার্যকরী তৎপরতা। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী ঢিলেঢালাভাবের জন্য উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধ্যকতা। তবে জেলা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস জানান, জনসচেতনতা সৃষ্টির জন্য ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে প্রচারনা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের প্রচারনা কর্মকান্ডে সম্পৃক্ত করা হচ্ছে।

তিনি বলেন, কোরবানীর হাটগুলোতে যেন স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর হতে বলা হয়েছে। ভ্রাম্রমান আদালতের মাধ্যমে শাস্তি বিধানের অংশ হিসেবে অর্থদন্ড ও কারাদন্ড দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১