বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুলাই ২০২০

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্প

চৌদ্দগ্রামে প্রতিবন্ধী আরিফের হাতে বাছুরসহ গাভী হস্তান্তর


স্বপ্নপূরণ ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্টের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামের প্রতিবন্ধী মোঃ আরিফের হাতে বাছুরসহ একটি গাভী হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে প্রতিবন্ধী আরিফের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী শেখ ফরিদ।

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে গাভী হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক ও ইভেন্ট সমন্বয়ক মনিরুল ইসলাম খোকন, পাঁচরা জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নুর মোহাম্মদ সুমন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মনোয়ার হোসেন মুন্না, ডাঃ ইউসুফ হোসাইন সুমন, মোঃ ইয়াছিন, বেলাল হোসেন শাকিল, এনায়েত উল্লাহ মাসুম, সাব্বির আহম্মেদ, জসিম উদ্দিন হাসান ও আলাউদ্দিন আলো। এ সময় প্রতিবন্ধী আরিফের বাবা আবদুল জলিলসহ পরিবারের সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১