বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুলাই ২০২০

সিরাজগঞ্জে নিমিষেই শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন


যমুনা নদীর সদর উপজেলা পাঁচঠাকুরী এলাকায় প্রবল স্রোতে স্পার ভেঙ্গে নিমিষেই প্রায় শতাধিক বসতবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর ভাঙ্গন হুমকিতে পড়ে আশপাশের কয়েকটি গ্রাম। শুক্রবার দুপুরের দিকে যমুনার প্রবলস্রোতের কারণে হঠাৎ এ ভাঙ্গন দেখা দেয়। 

ছোনগাছা ইউপি চেয়ারম্যান শহিদুল আলম জানান, দুপুরের দিকে হঠাৎ ভাঙ্গন শুরু হয়। নিমিষের মধ্যেই প্রায় শতাধিক বাড়ীঘর ও মসজিদ-গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরকম ভাঙ্গন আগে দেখিনি বলেও তিনি জানান। তিনি জানান ভাঙন কবলিত বাড়ি-ঘরের মানুষগুলো জীবন বাঁচাতে আসবাবপত্র-ঘরবাড়ি ও গবাদিপশু ফেলেই নিরাপদ আশয়ে চলে আসেন। মুহুর্তেও নদী ভাঙনের কারণে শতশত মানুষ গৃহহীন ও নিঃস্ব হয়ে গেল। ভাঙন হুমকিতে রয়েছে আশপাশের কয়েকটি গ্রাম।  

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম জানান, ক্ষতিগ্রস্তদের আপাতত বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় আশ্রয় দেয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তা দেয়া হবে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এর আগে সিমলা স্পারের স্যাংক বাঁধের ৭০ মিটার অংশ  ভেঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পর যমুনার পানি ঘুর্নিপাক খেয়ে সরাসরি বাঁধে আঘাত হানে। এ কারণে হঠাৎই ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে। তবে পাউবোর অনেক কর্মকর্তারা করোনায় আক্রান্ত হওয়ায় তড়িঘরি কাজ করতে সমস্যা হচ্ছে।   

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১