বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০২০

শ্রীপুরে করোনা রোগীদের অক্সিজেন সহায়তা দিচ্ছে 'প্রশ্বাস' 


দেশে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছেই। এ করোনাকালে আক্রান্তদের জন্য অক্সিজেন এক অমূল্য সম্পদ। অনেক স্থানে আক্রান্তদের অক্সিজেন (সিলিন্ডার) না পাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এসব বিবেচনায় গাজীপুরের শ্রীপুরে নিজেদের জমানো অর্থ দিয়ে সিলিন্ডার কেনার উদ্যোগ নেয় একদল মানবিক উদ্যামী যুবক। সে উদ্যামী যুবকদের উদ্যোগের নাম দেওয়া হয় ‘প্রশ্বাস’। পরে উদ্যাগে মুগ্ধ হয়ে যুক্ত হন উপজেলা ছাপিয়ে অন্যান্য এলাকার অনেক মানুষ। আপাতত করোনা ভাইরাসে আক্রান্তদের প্রয়োজনে কেনা হয়েছে ৪টি অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য উপকরণ। আরো অক্সিসিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হবে। 

উদ্যোক্তারা জানান, অক্সিজেন সিলিন্ডারগুলো শ্রীপুরের মাওনা চৌরাস্তায় রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সেখানে কিছু যোগাযোগের জন্য নাম্বার দেওয়া হয়েছে। যার যখন প্রয়োজন, তখনই যোগাযোগ করলে সেখান থেকে অক্সিসিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে। তবে অক্সিজেন সিলিন্ডার নেওয়ার জন্য চিকিৎসকের নির্দেশনা লাগবে। কেবল মাত্র চিকিৎসকের পরামর্শেই তা দেওয়া হবে। আক্রান্ত কেউ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও কারো প্রয়াজন হলে সিলিন্ডার সরবরাহ করা হবে।

কোভিড-১৯ নিয়ে বিপর্যস্ত সময়ের মধ্যে গত ১৯ জুলাই ছিল শ্রীপুরের পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়েরের জন্মদিন। এদিন ছোট একটি ঘরোয়া আনুষ্ঠানিকতাও হলো। আনুষ্ঠানে ’প্রশ্বাস’কে একটি সিলিন্ডার উপহার দিয়ে তিনি জন্মদিনকে স্বরণীয় করলেন। এ ছাড়া এই উদ্যোগে আর্থীক সহযোগীতা ও সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুল । তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছেন ‘প্রশ্বাসের’ সঙ্গে। ইতোমধ্যে এ মানবিক কার্যক্রমে সহযোগিতা করেছেন অর্ধশত মানুষ। একটি ফান্ডে নিয়মিত মানুষ সহযোহিতা করছে। প্রায় লাখ টাকার একটি ফান্ড তৈরি হয়েছে।

উদ্যোক্তাদের একজন সাঈদ চৌধুরী। তিনি বলেন, দেশজুড়ে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর কয়েক জায়গায় অনেক রোগী অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেছেন বলে গণমাধ্যমে খবর দেখেছি।  তখন থেকেই শ্রীপুরে অক্সিসিজেন সিলিন্ডার কেনার জন্য আমরা ক'জন মিলে উদ্যোগ নেই।  উদ্যোগ নেয়ার পর থেকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত  বাড়াতে থাকেন অনেকেই। যে যার সাধ্যমত অর্থ সহায়তা করে অক্সিসিজেন সিলিন্ডার কেনার ফান্ড দাঁড় করিয়ে ফেলেন।   আপাতত ৪টি অক্সিসিজেন সিলিন্ডার কেনা হয়েছে । আরো একটি বড় সিলিন্ডার কেনার প্রক্রিয়া চলছে।  সেটি কেনা হয়ে গেলে সিলিন্ডারটি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ব্যবহারের জন্য হস্তান্তর করা হবে। বড় সিলিন্ডার হওয়ায় সেটি থেকে ছোট সিলিন্ডারে রিফিল করা যাবে। তিনি বলেন, আমাদের এই উদ্যোগের সাথে শুধু শ্রীপুর নয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানবিক মানুষগুলো সাধ্যমত অর্থ সহায়তা করেছেন।  

অপর উদ্যোক্তা সোলামান মোহাম্মদ বলেন, এমন মহামারি করোনা দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মানবিক। মানুষ মৃত্যু ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। রাস্তায় কেউ পড়ে থাকলেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না। আমাদের আরো বেশি মানবিক হওয়া উচিত। আগামী প্রযন্মের কাছে মানবিকতার প্রকৃত সৌন্দর্য আমাদের মাধ্যমেই পৌঁছে দিতে হবে।

পরিবেশ, বন  ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুল বলেন, এটি চমৎকার একটি উদ্যোগ। সরকারের একার পক্ষে সবকিছু সমাধান করা সম্ভব হয়ে উঠে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন ছোট ছোট উদ্যোগ নিলে সবার জন্যই ভালো। সবাই মিলে ভালো থাকা যাবে। তিনি বলেন যে যার মত করে সাধ্যমত ছোট ছোট ভাল কাজ করলে সমাজ দেশ একদিন এ ছোট ছোট ভাল মানবিক কাজগুলো একত্র করে সত্য আর ভালোর বিপ্লব ঘটাতে পারবে নিঃসন্দেহ। এ কাজে যারা যুক্ত সবার প্রতি থাকল অভিনন্দন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১