বাংলাদেশের খবর

আপডেট : ২৫ জুলাই ২০২০

চৌদ্দগ্রাম পৌরসভায় ৬৪২১ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ


ঈদুল আজহা উপলক্ষে সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপির সার্বিক সহযোগিতায় সামাজিক দূরত্ব মেনে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৬টি গ্রামের হত-দরিদ্র, অসহায়, দুঃস্থ ও দুর্যোগাক্রান্ত ৬৪২১ পরিবারের মাঝে বিনামূল্য ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

গত ২১ জুলাই থেকে ২৫ জুলাই শনিবার পর্যন্ত এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ট্যাগ অফিসার ডাঃ মজিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, প্যানেল মেয়র-২ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুল হালিম, পৌরসভার ইঞ্জিনিয়ার আবদুল আলিম, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছ মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী বাবুল ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১