আপডেট : ২৫ জুলাই ২০২০
বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে যখন সারাদেশ স্থবির হয়ে আছে, সেই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যয়নরত অসহায় ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে একই বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন (JnUMAA)। আজ শনিবার অ্যাসোসিয়েশনের সদস্যরা ঐ বিভাগের অধ্যয়নরত ৩৭ জন শিক্ষার্থীকে ২য় পর্যায়ে শুভেচ্ছা উপহার হিসাবে জনপ্রতি সর্বনিম্ন ২০৪০ টাকা করে এবং ০২ জন শিক্ষার্থীকে বিশেষ উপহার হিসাবে ৪০৮০/- করে মোট ৩৯ জন শিক্ষার্থীকে সর্বমোট ১ লক্ষ টাকার কিছু বেশি শিক্ষার্থীদের নিজ নিজ মোবাইল ব্যাংকিং একাউন্টে প্রেরণ করেন। উল্লেখ্য ১ম পর্যায়ে গত ঈদুল ফিতরের আগেও শিক্ষার্থীদের মাঝে লক্ষাধিক টাকার উপহার বিতরণ করা হয়। এ বিষয়ে গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং ৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা জনাব মোঃ তরিকুল ইসলাম বলেন, নোভেল করোনা ভাইরাসজনিত চলমান সংকটময় মূহুর্তে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণসহ জনকল্যাণমুখী বিভিন্ন কাজে আমাদের উদ্যোগ অব্যহত থাকবে। এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিভাগের সাবেক শিক্ষার্থী জুয়েল খন্দকার বলেন, “আমাদের এই কার্যক্রমে তহবিল গঠনে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সাবেক শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বিভাগের শিক্ষক মহোদয়গণ যারা অসচ্ছল শিক্ষার্থী বাছাইসহ সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কৃতজ্ঞ।” অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য সম্পর্কে জানতে চাইলে অ্যাসোসিয়েশনের সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা জনাব খলিলুর রহমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাচ্ছে। একজন শিক্ষার্থী যখন শিক্ষাজীবন শেষ করে যান তখন থেকেই সাবেক হয়ে যায়। আর সাবেক শিক্ষার্থীদের একমাত্র প্ল্যাটফরম অ্যালামনাই এসোসিয়েশন। অ্যালামনাই এসোসিয়েশন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করে।” পেশাগত জীবনে সিনিয়দের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা পাবার জন্য এই ধরণের সংগঠনের কোন বিকল্প নেই। তাছাড়াও বিভিন্ন দূর্যোগময় পরিস্থিতিতে বর্তমান শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার সহজ মাধ্যম হচ্ছে অ্যালামনাই। বছরের একটি নির্দিষ্ট সময়ে সাবেকদের মিলন মেলার বড় সুযোগ করে দিচ্ছে এই সংগঠনটি। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মপরিধি দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। সংগঠনটি বিভাগের শিক্ষার্থীদের বিপদে আপদে সর্বদা পাশে থাকবে। সাবেক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি করে কল্যাণধর্মী উদ্যোগ গ্রহণ করা হবে।” জানতে চাইলে অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “অ্যাসোসিয়েশনের জনকল্যাণমুখী উদ্যোগে সাবেক শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে- এ জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এছাড়া সার্বিক কার্যক্রম বাস্তবায়নে নির্বাহী কমিটির সদস্যরা আন্তরিকভাবে কাজ করায় তাদেরকেও ধন্যবাদ। ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও বড় পরিসরে জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হবে।”
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১