বাংলাদেশের খবর

আপডেট : ২৬ জুলাই ২০২০

কালকিনিতে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ


মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যর স্ত্রী হামিদা বেগম (৬০) হত্যা মামলার প্রধান আসামী নুরু মাতুব্বরকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এদিকে ফাঁসির দাবিতে ও আসামি পক্ষের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

মামলা সুত্রে জানাগেছে, গত ১৬ জুন উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউপি সদস্য মোঃ রিজু মাতুব্বরের স্ত্রী হামিদা বেগমকে হত্যা করে বাড়ির পাশের পাট ক্ষেতে ফেলে রাখে একই এলাকার বারেক মাতুব্বারের ছেলে মোঃ নুরু মাতুব্বর। এ হত্যার ঘটনায় ইউপি সদস্য রিজু মাতুব্বর বাদী হয়ে উপজেলার ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত শুক্রবার রাত ১টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা থানার চাঁদহাট গ্রাম থেকে নুরু মাতুব্বরকে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেন। পরে আসামী নুরু মাতুব্বর বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন।

অন্যদিকে এ গ্রেপ্তারের ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামি পক্ষের লোকজন বাদী পক্ষকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে এমন অভিযোগে প্রতিবাদ ও আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। সমাবেশে বাবুল আকন, সোহরাফ মাতুব্বর, সোবহান আকন, সোহেল আকনসহ এলাকাবাসীরা বলেন, আমরা আসামীদের ফাঁসির দাবি জানাই।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব মিয়া বলেন, হামিদা হত্যা মামলার পলাতক আসামি নুরু মাতুব্বরকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। বাকিদের গ্রেপ্তার করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১