আপডেট : ২৬ জুলাই ২০২০
গোপালগঞ্জের মুকসুদপুরে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণীর চামড়া ছাড়ানো এবং চামড়া সংরক্ষণের কৌশল বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কর্মশালার আগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ যুব উন্নয়ন উপ পরিচালক শাহ ফরিদউদ্দীন আহমেদ। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন শেখ রাসেল যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডিপিসি মাহবুবুর রহমান, সিনিয়র প্রশিক্ষক ফারুক হোসেন। উপজেলার ইমাম, মুয়াজ্জিন, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মুকসুদপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। এ বিষয়ে যারা জড়িত থাকেন এমন ২৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষনে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণর ছাড়ানো এবং চামড়া কিভাবে সংরক্ষণ করা যায় তার কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এতে করে আগামী কোরবানীতে যেসব পশু জবাই করা হবে সেসব পশুর চামড়া বিজ্ঞানসম্মতভাবে ছাড়ানো এবং সংরক্ষনের কৌশল সম্পর্কে সবাই জানতে পারবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১