আপডেট : ২৬ জুলাই ২০২০
“মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করছে উপজেলা প্রসাশন। রোববার সকালে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে কেরানীগঞ্জ উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এছাড়া মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরনসহ জিও লাইট বিতরণ করা হয়। ৭দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় মাইকিং, পোস্টার, ব্যানার দিয়ে প্রচার প্রচারনা চালানো হয়েছে। এছাড়া মৎস সম্পদে বাংলাদেশ সরকারের উন্নয়ন বিষয়ে প্রমান্য চিত্র প্রর্দশন করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার উপস্থিতিতে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার রাজস্ব (ভুমি)দক্ষিন ও নির্বাহী ম্যজিষ্ট্রেট সানজিদা পারভিন (তিন্নি) ।উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল আমিন,সহকারী মৎস কর্মকর্তা আবু ইউসুফ ও স্থানীয় মৎস চাষীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১