বাংলাদেশের খবর

আপডেট : ২৭ জুলাই ২০২০

কুমেক হাসপাতালে করোনায় নতুন মৃত্যু নেই, করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি ১০৯


গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে কোন মৃতের ঘটনা ঘটেনি। বর্তমানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১০৯ জন। এদের মাঝে ৪৪ জন করোনা পজেটিভ এবং ৬৫ জন করোনা উপসর্গ।

জানা গেছে, ৪৪ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩২ জন পুরুষ ও ১২ জন নারী। নিবিড় পরিচর্যায় (আইসিউ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ২ জন পুরুষ ও ১ জন নারী। করোনা উপসর্গ নিয়ে আইসিউতে ভর্তি আছে ৯ জন পুরুষ ও ৮ জন মহিলা। । জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩৫ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুসারে গতকাল নমুনা প্রেরণ করা ১৬২ হলেও রির্পোট পাওয়া গেছে ১১৩টি। এদের মাঝে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে ৩৫ জনের। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৫ হাজার ২০৮ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ১৭৪ জন। সর্ব মোট নমুনা প্রেরণ করা হয়েছে ২৪ হাজার ৫৪০ টি। সর্ব মোট রির্পোট প্রাপ্তি ২৪ হাজার ৪৫২টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১