আপডেট : ২৮ জুলাই ২০২০
নেত্রকোণার পূর্বধলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার উপজেলার হোগলা বাজারে কোরবানি পশুর হাটে ভেটেরিনারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যবান্ধব উপায়ে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণ বিষয়ে পরামর্শ দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) গোপাল চন্দ্র সরকার, এফ.এ (এআই) মোঃ সুমন মিয়া, ভিএফএ মোঃ মাসুম মিয়া, হোগলা ইউনিয়নের এআই টেকনিশিয়ান রতন চন্দ্র সরকার প্রমুখ। ডা. মতিউর রহমান বলেন, জনগণ যাতে সুস্থ সবল পশু ক্রয় করতে পারে সেদিকে লক্ষ্য রেখে উপজেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে মোট ৩টি মেডিকেল টিম কাজ করছে। ‘সাধারণ মানুষ যাতে নিরাপদ পশু কিনতে পারে, অসাধু খামারিরা যাতে রোগা ও অসুস্থ পশু বিক্রি করে ঠকাতে না পারে সেদিকে নজর রাখবে ভেটেরিনারি টিম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১