বাংলাদেশের খবর

আপডেট : ২৯ জুলাই ২০২০

করোনা উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী।

মৃতরা হলেন- সদর উপজেলার তালতলা গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জুলফিকুর আলী টিটু (৪৬), ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয় নগর গ্রামের মোমেনের ছেলে ফুলমিয়া (৬৫), দেবীদ্বার উপজেলার আব্দুল মতিন মিয়ার ছেলে শাহাজাহান (৫৫), চৌদ্দগ্রাম উপজেলার ওমর আলীর স্ত্রী আতরের নেচ্ছা (৭৭), দেবীদ্বার উপজেলার আব্দুল জলিলের স্ত্রী শাহানারা বেগম (৫৫), কুমিল্লা কেনন্টমেন্ট এলাকার জহিরুল ইসলামের স্ত্রী তাসলিমা (৪০)।  

বর্তমানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১০৩ জন। এদের মাঝে ৪৫ জন করোনা পজেটিভ এবং ৫৮ জন করোনা উপসর্গ। ৪৪ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩২ জন পুরুষ ও ১৩ জন মহিলা। নিবিড় পরিচর্যায় (আইসিউ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৬ জন পুরুষ ও ২ জন নারী। করোনা উপসর্গ নিয়ে আইসিউতে ভর্তি আছে ৬ জন পুরুষ ও ৪ জন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুসারে গতকাল নমুনা পাঠানো হয়েছে করা ৩৬৪টি। আর রিপোর্ট পাওয়া গেছে ৩৫৮টি। এদের মাঝে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৮০ জনের। এদের মাঝে সিটি কর্পোরেশনে ৩০, বরুড়ায় ৭ জন, বুড়িচংয়ে ৭, চৌদ্দগ্রামে ১০, লাকসামে ০৪, মনোহরগঞ্জে ৪ জন, সদর দক্ষিণে ২ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, মেঘনায় ৩ জন, লালমাইয়ে ৩ জন, দাউদকান্দিতে ৩ জন ও দেববিদ্বারে ০৬জন।

জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৪১ জন। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৫ হাজার ৩৬০ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৫৬৩ জন। সর্বমোট নমুনা পাঠানো হয়েছে ২৪ হাজার ৯০৪টি। সর্বমোট রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৮১০টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১