বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুলাই ২০২০

করোনা ও উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে ২ জনের মৃত্যু


গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে । এরা দু’জনই পুরুষ।

মৃত ব্যক্তিরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার সুদেস কুমার মজুমদারের ছেলে, নারায়ণ মজুমদার (৭০) ও মতিনবাগ, চাঁদপুরের যোগেশ বনিকের ছেলে অরুণ বনিক (৫৫)।

বর্তমানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ১১৪ জন। এদের মাঝে ৫৩ জন করোনা পজেটিভ এবং ৬১ জন করোনা উপসর্গ। ৫৩ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩৪ জন পুরুষ ও ১৯ জন নারী। নিবিড় পরিচর্যায় ( আইসিউ ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৫ জন পুরুষ ও ৩ জন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় তথ্যানুসারে গতকাল নমুনা পাঠানো হয়েছে ৩৬৪টি। আর রিপোর্ট পাওয়া গেছে ৩৫৮টি। এদের মাঝে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৪৭ জনের। সিটি কর্পোরেশনে ১৩ জন, লাকসামে ৩জন, মুরাদনগরে ৪ জন, চৌদ্দগ্রামে ১৪ জন, মনোহরগঞ্জে ৩ জন, নাঙ্গলকোটে ১ জন, হোমনায় ৪ জন, চান্দিনায় ১ জন ও দেবিদ্বারে ৪ জন। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৬ জন। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৫ হাজার ৪০৭ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৭৪৯ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১