বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জুলাই ২০২০

পল্লবী থানায় বিস্ফোরণ: তিন আসামী ১৪ দিনের রিমান্ডে


রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিনজনের প্রত্যেককে ১৪ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

পল্লবী থানার বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আজ বৃহস্পতিবার গ্রেপ্তার তিনজনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ অস্ত্র মামলায় ৭ দিন আর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

রাষ্ট্র ও আসামিপক্ষে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম প্রত্যেক আসামিকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।

গত বুধবার ভোরে পল্লবী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। মিরপুর এলাকার একজন রাজনীতিক নেতাকে খুন করার জন্য তাদের ভাড়া করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১