বাংলাদেশের খবর

আপডেট : ০৩ আগস্ট ২০২০

সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ৮০০০ ছাড়াল


সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। সেখানকার দুই ল্যাবে আরও ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৬ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আটজনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রবিবার তাদের ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট জেলার ৪৩, হবিগঞ্জের পাঁচ ও মৌলভীবাজারের ১৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে।

এদিকে, শাবির জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, তাদের ল্যাবে রবিবার ২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে রবিবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৬০, সুনামগঞ্জে ১৫১২, হবিগঞ্জে ১১৯০ এবং মৌলভীবাজারে ১০০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৪৭ জন এবং রোগ থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৭ জন।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

পুরো দেশের চিত্র: রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, ঈদের দিনের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫৪ জনে। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৭৯ এবং নারী ৬৭৫ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১