আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০
নওগাঁর আত্রাইয়ে পাগল ছেলে ও প্যারালাইসিস মেয়েকে নিয়ে পাগল প্রায় ভ্যান চালক বাবা। সাহায্যের আকুতি জানিয়েছেন। অসুস্থ সন্তানের চিকিৎসা ও দারিদ্রের সাথে লড়াই করে বেঁচে আছেন উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের মহাদিঘী গ্রামের ভ্যান চালক মমতাজ হোসেন কালু (৬৫)। বয়সের ভারে নুয়ে পরছে মমতাজের জীবন। চার সদস্যের ছোট পরিবার হলেও অসুস্থ স্ত্রী সন্তানদের খাবার ও ঔষধ যোগাতে তাকে হিম সিম খেতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৮ বছর ধরে প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছে মেয়ে লিপি পারভীন (৪৫)। পর্যাপ্ত চিকিৎসা এবং ঔষধের অভাবে কথা বলা ও উঠে দাঁড়াবার শক্তি নাই। ৫ বছর আগে হঠাৎ প্রচন্ড জ্বরে মাথায় গন্ডোগোল দেখা দেয় ছেলে সুমনের (২৫)। অর্থের অভাবে চিকিৎসা না দিতে পারায় উন্মাদ পাগল হয়ে শিকলে বন্দি রয়েছে। এমন দুরাবস্থার মধ্যে অসুস্থ ছেলে মেয়েদের নিয়ে চরম উৎকন্ঠায় দিনাতিপাত করছেন ভ্যান চালক অসহায় পিতা মমতাজ। জানতে চাইলে মমতাজ বলেন, আমি বহুবার চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে অসুস্থ সন্তানদের কথা বলে কোন লাভ হয়নি। আমার এমন অবস্থার কথা জেনেও ভাতার কার্ড বা সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেনি কেউ। বয়সের কারনে আমিও নানা রোগে শোকে ভুগছি অনেকদিন যাবৎ। স্ত্রী ও সন্তান দু’টির চিন্তায় রাতে ঘুম আসে না। বাচ্চার মা তাদের টানতে টানতে সেও অসুস্থ। প্রতিবেশী কামরুল হাসান চৌধুরী তিনি জানান, মমতাজ সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অসুস্থ ছেলেমেয়ে নিয়ে বড় অসহায় তিনি। একমাত্র উপার্জনক্ষম মমতাজ অসুস্থ হলে এই পরিবার কি ভাবে চলবে। এ সময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অসহায় পিতার পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি। ইউপি সদস্য সিদ্দিক বলেন, সাধারন রিলিফ ছারা আর কোন সুবিধা পায়না সে। চেয়ারম্যন জানবক্স সরদার বলেন, মমতাজের ছেলে- মেয়ে অসুস্থ এটা আমার জানা ছিল না। ওয়ার্ড সদস্য সিদ্দিকের সাথে কথা বলে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১