বাংলাদেশের খবর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১

সোনাগাজীতে দূর্বৃত্তদের হামলায় এবি পার্টির উপজেলা সম্মেলন পণ্ড, আহত ৬


সোনাগাজীতে দূর্বৃত্তদের হামলায় এবি পার্টির উপজেলা সম্মেলন পণ্ড হয়েছে।এ সময় বেধড়ক মারধরে সংগঠনটির ৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি শনিবার বিকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে ঘটে।আয়োজকরা জানিয়েছে, সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান সাবেক সচিব সোলায়মান চৌধুরী উপস্থিত থাকার কথা ছিলো।হামলার খবর শুনে তিনি লালপোল থেকে ফেনী শহরে ফিরে যায়।

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানায়,এবি পার্টির অন্তত ৩০ জন নেতাকর্মী সম্মেলেন স্থলে উপস্থিত হয়ে তাদের দলীয় কার্যক্রম শুরু করেন।এসময় অজ্ঞাত ২০/২৫ জন যুবক লাঠিসোটা নিয়ে তাদেরকে মারধর শুরু করলে  নেতা কর্মীরা যে যার মতো করে পালিয়ে যায়।

এবি পার্টির উপজেলা সমন্বয়ক ওয়াশিউর রহমান খসরু বলেন,প্রশাসনকে অবগত করে আমরা দলের সম্মেলনের আয়োজন করি।সম্মেলন শুরু হওয়ার প্রাক্কালে হঠাৎ আমাদের উপর অজ্ঞাত দূর্বৃত্তরা হামলা করে।তাদের বেধড়ক পিটুনিতে আমি সহ ফজলুল হক, মোজাম্মেল, মো.আলী সিফাত,মাসুদ রানা, আবদুল করিম আহত হই।

স্থানীয়রা আমাদের জানিয়েছে, হামলাকারীরা  মঙ্গলকান্দি ইউনিয়ন চেয়ারম্যানের সমর্থক তবে তাদের কাউকে আমরা চিনতে পারিনি।

স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন,হামলার সাথে আমার কোন সমর্থক জড়িত না। খবর  পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হওয়া কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি।

এবি পার্টির ফেনী জেলার সদস্য সচিব সাহ আলম মুঠোফোনে বলেন,উপজেলা সম্মলনে যোগ দিতে আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান সোলায়মান চৌধুরী সোনাগাজীর পথে রওয়ানা হলেও হামলার খবরে পেয়ে তিনি ফিরে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি(তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন,এবি পার্টির সম্মেলনের বিষয়টি আমরা জানি তবে হামলার বিষয়ে দলটির পক্ষ থেকে আমাদের অবহিত করা হয়নি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১