বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মার্চ ২০২২

শৈলকুপায় বিএনপির প্রতিবাদ সভায় হামলা


চাল, ডাল, তেলসহ দ্রব্যমূল্যের উদ্ধর্গতির প্রতিবাদে শৈলকুপায় বিএনপির প্রতিবাদ সভায় হামলা চালিয়ে পন্ড করে দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার সকালে শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে এ ঘটনা ঘটে। এসময় শতাধিক চেয়ার টেবিল, সভা মঞ্চ ও একটি ট্রাক্টর ভেঙ্গে গুড়িয়ে দেয় তারা। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শৈলকুপা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন বাবুর ফিরোজ অভিযোগ করেন, আওয়ামী লীগের ইকু শিকদার ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে নেতাকর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে বিএনপি প্রতিবাদ সভায় অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১০/১৫ জন নেতাকর্মী আহত হন। হামলার সময় শৈলকুপার কবিরপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে বাজারের দোকানপাট ব্যবসায়ীরা বন্ধ করে দেয়। 

শৈলকুপা উপজেলা বিএনপি'র আহ্বায়ক আবুল হোসেন জানান, হামলা-মামলা দিয়ে বিএনপি'র অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না। আওয়ামীলীগ তাদের পতন বুঝতে পেরে এই হামলার ঘটনা ঘটিয়েছে। 

এদিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য, যুবলীগের সহ-সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিকদার ওয়াহিদুজ্জামান ইকু বলেন, শৈলকুপায় জামায়াত-বিএনপির কোন প্রকার নৈরাজ্য নাশকতা মেনে নেয়া হবেনা। শান্তিপূর্ণ সমাবেশে কেন হামলা করা হলো এমন প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১