বাংলাদেশের খবর

আপডেট : ০৫ মার্চ ২০২২

মালিতে সংঘর্ষে ২৭ সেনা ও ৭০ সন্ত্রাসী নিহত


পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষে ৯৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে সেনা ২৭ এবং সন্ত্রাসী ৭০ জন।

শুক্রবার (৪ মার্চ) সকালের দিকে মালির মনদোরো গ্রামে এই ঘটনা ঘটে।

দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালের দিকে একটি সামরিক ঘাঁটির কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। বিস্ফেরণে কয়েকজন সেনা সদস্য হতাহত হন। তারপরেই দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ২৭ সেনা সদস্য নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৯ সেনা সদস্য। এ ছাড়া সংঘর্ষে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

বিবৃতিতে হামলাকারীরা ইসলামী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত উল্লেখ করা হলেও কোনো গোষ্ঠীর তা স্পষ্ট করা হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে মনদোরো এবং বোলকেসি ক্যাম্পের কাছে এক হামলায় প্রায় ৫০ সেনা নিহত হন।

সূত্র: রয়টার্স, আলজাজিরা


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১