বাংলাদেশের খবর

আপডেট : ২৩ এপ্রিল ২০২২

ময়মনসিংহে ফুটপাত লিজ দেওয়ায় ঘটনায় বাজার পরিদর্শককে অব্যাহতি


সাম্প্রতিক ময়মনসিংহের বহুল আলোচিত ও সমালোচিত ঘটনা ঘুষের বিনিময়ে নগরীর মেছুয়া বাজারের জিলাপি পট্টি সড়কের ফুটপাত লিজ দেওয়ার অভিযোগে সিটি করপোরেশনের বাজার পরিদর্শক খন্দকার জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর স্বাক্ষরিত দায়িত্ব থেকে অব্যাহতি পত্রে দেখা গেছে, খন্দকার জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দিয়ে তার স্থলে বাজার পরিদর্শক হিসেবে মো. চান মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে।

ওই অব্যাহতি পত্রে প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর স্বাক্ষর করেছেন গত ২১ এপ্রিল বৃহস্পতিবার। তবে বিষয়টি গণমাধ্যম জানতে পেরেছে শুক্রবার বিকেলে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে আর্থিক সুবিধা নিয়ে বাজারের ফুটপাত লিজ দেন জাহাঙ্গীর আলম। এমন অভিযোগের পরিপেক্ষিতে ময়মনসিয়নিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশে ঘটনা তদন্তের জন্য তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশও প্রধান করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশন সহকারী সচিব মো. আমিনুল ইসলাম জাহাঙ্গীর জানান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত কাজ চলমান থাকায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১