বাংলাদেশের খবর

আপডেট : ২৪ জুলাই ২০২৩

গলাচিপায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়।


মোঃ জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা(পটুয়াখালী):
"নিরাপদ মাছে ভরবো দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ"এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় পর্যায়ের কর্মসূচির আলোকে আগামী ২৪ জুলাই থেকে ৩০ জুলাই/২৩ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচি পালন করার লক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তর, সোমবার সকাল ১০টায় মৎস্য ভবনে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী এমএম আসাদুজ্জামান আরিফ। মৎস্য সপ্তাহ/২৩ সফল করার ক্ষেত্রে মৎস্য অফিসার লিখিতভাবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। সফল মৎস্য চাষীদের পুরস্কার সহ নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান। সভায় বিভিন্ন মৎস্যজীবী সুধিবৃন্দ অংশ নয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১