আপডেট : ২২ অক্টোবর ২০২৩
এস.এম.নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি : "আইন মেনে সড়ক চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। এরআগে থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা আরিচা মহাসড়কের প্রদক্ষিণ করে। পরে চালকদের মধ্যে সচেতনা মূলক লিফলেট বিতরণ,ফ্রী মেডিক্যাল ক্যাম্প, ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এসময় গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রাক কভ্যারভ্যান মালিক সমিতির ধামরাই উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ধানকোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ মাহিদুল ইসলাম,নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলার সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম,কমিউনিটি পুলিশিং ফোরামের গোলড়া শাখার সভাপতি ফারুক হোসেনসহ বিভিন্ন পরিবহনের নেতৃবৃন্দ।
রোববার (২২অক্টোবর) সকাল ১০ টার সময় গোলড়া হাইওয়ে (গাজীপুর রিজিয়ন) থানায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১