আপডেট : ০৩ নভেম্বর ২০২৩
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লারহোমনার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া এমএ উচ্চাবদ্যালয়ের দ্বিতীয়বার ম্যানেজিং কমটিরি সভাপিতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহমুদুল হাসান। বৃহস্পতিবার বিদ্যালয় প্রধান শিক্ষকের কক্ষে পরিচালনা পর্ষদেরনবনির্বাচিত সদস্যদের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। মাহমুদুল হাসান উপজেলার কৃষ্ণপুর গ্রামের মরহুম বশির মাস্টার ও মনোয়ারা বশিরের কনিষ্ঠ পুত্র এবং সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামান ও উপসচিব মোজাম্মেল হকের ছোট ভাই। তার বড় ভাই সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামান অত্র বিদ্যালয়েরম্যানেজিং কমটিরি ৫ বারের নির্বাচিত সভাপতি ছিলেন। অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষা অফিসার ও কলাগাছিয়া এমএ উচ্চাবদ্যালয়ের ম্যানেজিং কমটিটি নির্বাচন-২০২৩ এর প্রিজাইডিং অফিসার কানিজ আফরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. সলিমুল্লাহ খান, নবনির্বাচিত সাধারণ অভিভাবক সদস্য মো. আজিজ ভ‚ঁইয়া, মো. কামাল উদ্দিন, মো. কবির হোসেন ও মো. শহিদ উল্লাহ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মাহমুদা বেগম, সাধারণ শিক্ষক সদস্য মো. এরশাদ আহমেদ ও সোহেল মিয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হাছিনা খাতুন। সভায় নবনির্বাচিত সাধারণ অভিভাবক সদস্য মো. আজিজ ভূঁইয়া সভাপতি হিসেবে মোহাম্মদ মাহমুদুল হাসানের নাম প্রস্তাব করলে সকল সদস্য এই প্রস্তাবকে সমর্থন করলে বিনা প্রতিদ্বন্ধিতায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে ৩১ অক্টোবর মঙ্গলবার বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. শহিদ উল্লাহ ২১১, মো. কামাল উদ্দিন ১৯৭, মো. কবির হোসেন ১৮৯ ও মো. আজিজ ভূঁইয়া ১৬৪ এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মাহমুদা বেগম ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হাছিনা খাতুন ৮ ভোট পেয়ে এবং সাধারণ শিক্ষক সদস্য মো. এরশাদ আহমেদ ও সোহেল মিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচিত সভাপতিমোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, আমার বড় ভাই সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামান অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পাঁচ বারের সভাপতি ছিলেন এবং আমি দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছি। পূর্বের ন্যায় সকলকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের লেখাপড়ার মান্নোয়নে এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে কাজ করে যাব। এই ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১