বাংলাদেশের খবর

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত


বাগেরহাট প্রতিনিধি \

“সমবায়ে গড়েছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেস্বর) সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) হাফিজ আল আসাদ।  

জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দুদকের আইনজীবী অ্যাড. মিলন ব্যানার্জী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. শাহ আলম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, পরিদর্শক আসাদুজ্জামান, কামরুন্নাহার, সঞ্জয় ঘোষ, সমবায়ী এস এম সামছুর রহমান, ইয়ামিন আলী, সরদার শুকুর আহম্মেদ প্রমুখ।

বক্তারা বলেন, সমবাযের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি হওয়া সম্ভব। মানুষ তার চাহিদা পুরণ করতে সমবায়কে বেছে নিতে পারে। শুধু ব্যক্তির নয়, দেশের উন্নয়ন সম্ভব এই সমবায়ের মাধ্যমে।

পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে বিতরণ এবং চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১