আপডেট : ০৭ নভেম্বর ২০২৩
যশোর প্রতিনিধি: যশোর ঝিকরগাছায় উপজেলার গদখালী এলাকায় ট্রেনের ধাক্কায় গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল নিহত হয়েছেন। মর্নিং ওয়াক করতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সৈয়দপাড়া গ্রামের ভেতর রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের ন্যায় ভোরে হাঁটতে বের হন। তিনি বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তিনি আরো জানান, কোন ট্রেনে এ দূর্ঘটনাটি ঘটেছে তা কেউই বলতে পারছে না। অনুমান সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতো সকালে সাধারণত মালবাহী ট্রেন যায়। যশোর রেলস্টেশনের সহকারী মাস্টার হাসিনা খাতুন বলেন, ঢাকা বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস আজ সকাল ৬টা ১৫ মিনিটে যশোর রেলস্টেশন ত্যাগ করে। ওই ট্রেনেই এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়লের লাশ উদ্ধারে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১