বাংলাদেশের খবর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩

ডামুড্যা পল্লী এলাকায় চোরের উপদ্রব , এলাকাবাসি অতিষ্ঠ


শরীয়তপুর প্রতিনিধি :

ডামুড্যা উপজেলার চরপাতালিয়া পল্লী এলাকায় ছেচরা চোরের উপদ্রব বেড়েছে। ফলে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসির পক্ষথেকে ডামুড্যা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।পুলিশ বলছে চোর ধরার চেষ্টা চলছে।

চরপাতালিয়া গ্রামের আজিজুল  খান ও স্থানীয় সূত্রে জানাগেছে, ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরপাতালিয়া গ্রাম এলাকায় ছেচরা চোরের ব্যাপক উপদ্রব বেড়ে গেছে। রাতে আধারে চোরের সংঘবদ্ধ দল গ্রামের মানুষের বিদ্যুতের মোটর, পুকুরের মাছ ধরে নেয়, বাড়িতে দেয়া লোহার এঙ্গেল ও  লোহার তারের বেড়া,হাস মুরগী সহ গাছের ফল সহ নানা রকমের জিনিসপত্র  চুরি করে নিয়ে যায়।

একশ্রেণীর বখাটে যুবক গাজাখোর,মদখোর, ইয়াবা খোর ও মাদক ব্যবসায়ীরা এ চুরির সাথে জাড়িত বলে এলাকাবাসি অভিযোগ করছেন। গত একসপ্তাহ পূর্বে চরপাতালিয়া গ্রামের সৌদি প্রবাসি এমদাদ খানের মাহমুদপট্রি মৌজার একটি বাড়ির চতুর দিকের লোহার এঙ্গেল ও লোহার তার দিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যে বেড়া রাতের আধারে কেটে ও উপড়ে নিয়ে গেছে।বাড়ির লোকজন ও বাড়িওয়ালার স্বজনেরা গোপন সূত্রে খবর পায় স্থানীয় ইয়াবা খোর ও ইয়াবা ব্যবসায়ী একই এলাকার মোহসীন হাওলাদারের ছেলে মিঠু তার সহযোগী ইয়াবা খোর ও ইয়াবা ব্যবসায়ীদের নিয়ে এ সব চুরি করে বাজারে বিক্রি করেছ্ । এ নিয়ে এলাকায় এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।বাড়ির মালিক স্থানী মেম্বার আঃ হালিম খান ও জেলা পরিষদ সদস্য ওচমান মীর এর কাছে বিচার চেয়েছেন। বিচারকরা বিচারের আশ্বাস দিয়ে ও চোরদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিচারের নামে তালবাহানা করছে বলে প্রবাসি ও তার ভাইরা অভিযোগ করেন। উপায়ান্ত না পেয়ে প্রবাসির স্ত্রী সাকেরা বেগম ডামুড্যা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। এরপূর্বে ও একই মালিকের পুকুর থেকে প্রায় ৩ লাখ টাকার রুই কাতলা মৃগেল মাছ ধরে নিয়ে যায়। বাড়ির বিদ্যুতের মোটর চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে প্রবাসি এমদাদ খানের স্ত্রী সাকেরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ছেচরা চোর, গাজা খোর, মদখোর ,ইয়াবা খোর রাতের বেলা আমাদের পুকুরের মাছ ও মোটর বাড়ির লোহার বেড়া  চুরি করে নিয়ে গেছে। আমরা একার মাদবর ও মেম্বারদেও কাছে বিচার চেয়ে ও বিচার পাইনি। আমি থানায় সাধারন ডায়েরী করেছি। আমি চোরের বিচার চাই।

ডামুড্যা থানার ওসি এমারত হোসেন বলেন, এ ব্যাপারে আমরা তৎপর আছি। চোর গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১