বাংলাদেশের খবর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩

হবিগঞ্জে থানা হাজতে আসামীর ঝুলন্ত লাশ উদ্ধার


হবিগঞ্জ প্রতিনিধি ॥

হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতে এক আসামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। হাজতের ফ্যানের সঙ্গে পরনের বেল্ট ও গেঞ্জি গলায় বেঁধে ঝুলছিলেন ওই আসামী। তবে পরিবারের দাবি তাকে নির্যাতন করে পুলিশ হত্যা করেছে।

নিহত আসামী গোলাম রাব্বানী (২৫) উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়।

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, তার বিরুদ্ধে অন্তত ৭টি চুরির মামলা রয়েছে। তিনি বলেন, পুলিশের অগোচরে সে আত্মহত্যা করেছে। আজ (বুধবার) ময়নাতদন্তের জন্য তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তবে, মৃত গোলাম রাব্বানীর বড় ভাই মঈন উদ্দিন বলেন- মঙ্গলবার দুপুর ২ টার দিকে বাড়ির সামনে থেকে আমার ছোটকে এসআই মনিরুল হকসহ ২ পুলিশ সদস্য ধরে নিয়ে যায়। সন্ধ্যার দিকে আমার মা খবর পেয়ে থানায় গেলে পুলিশ জানায় তার বুকে ব্যাথা থাকায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়ে। রাত ১০ টার দিকে আমার এক মামা ফোনে আমাকে দ্রুত থানায় যেতে বলে। থানায় গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ পড়ে আছে। তিনি আরো জানান, আমার ভাইকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১