বাংলাদেশের খবর

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪

এফবিসিসিআই'র পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন তরফদার রুহুল আমিন


অনলাইন ডেস্ক:

সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তরফদার মো. রুহুল আমিন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০২৩-২০২৫ অর্থবছরের পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এফবিসিসিআই দৃঢ়ভাবে প্রত্যাশা করে, পোর্ট এন্ড শিপিং স্ট্যান্ডিং কমিটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটির চেয়ারম্যান হিসেবে তরফদার মো. রুহুল আমিন তার তিন দশকেরও বেশি সময় ধরে বন্দর ও শিপিং সেক্টরে অর্জিত অভিজ্ঞতা, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োগের মাধ্যমে দেশের বন্দর ও শিপিং সেক্টরে উজ্জ্বল ভূমিকা রাখবেন। 

এফবিসিসিআই আরও মনে করে, তরফদার মো. রুহুল আমিনের নেতৃত্বে উক্ত কমিটির সকল সদস্য সম্মিলিতভাবে বন্দর ও শিপিং সেক্টরের চ্যালেঞ্জ সমূহ যথাযথভাবে চিহ্নিত করে তা মোকাবেলার জন্যে আন্তরিকভাবে কাজ করবেন। আমরা এই কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১