বাংলাদেশের খবর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান


পটুয়াখালী প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ১০৬তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় মোঃ নূর কুতুবুল আলম বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার।  এই সরকার শিক্ষার মান উন্নয়নে বিনামূল্যে বই, উপবৃত্তি, শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করেছেন।  আরো বলেন পুরষ্কার নয়, অংশ গ্রহণই বড় কথা' তাই সবাই সকল ক্রিড়া অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করতে।

সনামধন্য ঐতিয্যবাহী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।  এসময় ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম।  সিভিল সার্জন জনাব ডাঃ এস এম কবির হাসান, পটুয়াখালী। জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান। মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী।

সুভাষ চন্দ্র শীল সাবেক প্রধান শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পটুয়াখালী।  পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীরা স্বাধীনতা মুক্তি যুদ্ধের বিভিন্ন চিত্র নাচ ও গানের তালে অভিনয় করে অতিথি বৃন্দদের মুগ্ধ করেন।  এর পর বিকাল ০৩ টায় পুরষ্কার বিতরণ করা হয় এবং আগামী ০৭ ফেব্রুয়ারি বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১