আপডেট : ০৪ এপ্রিল ২০২৪
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামের প্লাইউড বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৩ টার দিকে ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকার একটি উডটেক কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি। প্রতক্ষ্যদর্শীরা জানান, ফকিরহাটের শুকদাড়া এলাকায় উডটেক কারখানায় সেহেরির আগে আগুন দেখতে পান। ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট, ফকিরহাট, রামপাল থেকে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান জানান, কারখানাটিতে কাঠ, ফেসভিনিয়ার, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন বোর্ট ও সার্টারিং বোর্ড তৈরি করা হত। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ এনেছে। ফ্যাক্টরিতে ২৫ থেকে ৩০ কোটি টাকার মেশিনারিজ যন্ত্রাংশ ছিল, যার অধিকাংশ পুড়ে গেছে এবং উৎপাদিত পন্য পুড়ে গেছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয়। ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মনিরুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট, ফকিরহাট ও রামপালের মোট ৬ ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। সকাল ৭টার দিকে পুরোপুরি আগুন নিভে যায়। তবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১