বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মে ২০২৪

ধামরাইয়ে আধুনিক প্রযুক্তিতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তনের শুভ উদ্বোধন


ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের সমলয়ে চাষাবাদ প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তনের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

গত বুধবার উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামের কৃষক দিলিপ কুমার শিকদারের জমির ধান কাটার মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ শফিকুর রহমান, ধামরাই থানার অফিসার ইনচার্জ( ওসি) সিরাজুল ইসলাম শেখ( পিপিএম), উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানসহ এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় দেড়শতাধিক কৃষক, কৃষি উদ্যোক্তা নানা শ্রেণি-পেশার মানুষ।

ধান কাটা উদ্বোধন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহীর ঐতিহাসিক গম্ভীরা গান গেয়ে শোনান শিল্পীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১