বাংলাদেশের খবর

আপডেট : ১৬ মে ২০২৪

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভুট্টা ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা


টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

এবছর এই উপজেলায় লক্ষ্যমাত্রার বেশি জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। এবছর এ উপজেলায় কয়েকশ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। এ উপজেলা আলু ফলনের জন্য বিখ্যাত হলেও ভুট্টা আবাদ সহজ ও লাভজনক হওয়ায় কৃষকরা ভৃট্টা আবাদের দিকে ঝুঁকছে। কৃষকদের যেমন খরচ অনেকাংশে কম লাগছে শ্রমও কম দিতে হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন ভালো হয়েছে বলে মনে করছেন টঙ্গীবাড়ী উপজেলার কৃষকরা।

উপজেলার ধীপুর ইউনিয়নের বাসিন্দা ও কৃষক জহিরুল ইসলাম বলেন, লোকসানের হাত থেকে বাঁচার জন্য উপজেলা কৃষি কর্মকর্তারা আমাদের বিকল্প ফসল হিসাবে ভুট্টা চাষাবাদ করতে পরামর্শ প্রদান করেন। তাদের পরামর্শে এ বছর আমরা ভুট্টা চাষের উপরে মনোযোগ দেই।

এবছর তুলনামূলক ভাবে ভুট্টার দাম বৃদ্ধি থাকার কারণে ব্যাপক সারা ফেলেছে কৃষকদের মাঝে। এর এ কারণেই ভুট্টা চাষে কৃষকের মুখছে ফুটছে আনন্দের হাসি।

উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার বলেন, আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।ভুট্টা ব্যাপক পরিমাণ চাষাবাদ হয়েছে। এ বছর যদি কৃষক ভাল দাম পায় তা হলে সামনের মৌসুমে আরো অধিক জমিতে চাষের সম্ভাবনা রয়েছে। আমাদের পরবর্তী পরিকল্পনা হল উচ্চ ফলনশীল জাতে চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধি করা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১