Logo

মতামত

নারী স্বাধীনতার নামে অনৈতিক কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়া যাবে না

পতিতাদের শ্রমিক ঘোষণা ইস্যু

Icon

ড. এবিএম হিজবুল্লাহ, মদীনা মুনাওয়ারা থেকে

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৫:০৫

নারী স্বাধীনতার নামে অনৈতিক কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়া যাবে না

পতিতাদেরকে শ্রমিক ঘোষণার মাধ্যমে মায়ের জাতিকে অপমান করা হয়। অসম্মান করা হয় মা মেয়ে স্ত্রী ও বোনের জাতিকে। পতিতাবৃত্তি কোনো শ্রম নয়। তাই এটিকে শ্রম হিসাবে গণ্য করা যায় না। এটা শ্রমেরও অবমাননা। 

অতীতেও এ ধরনের পতিতাবৃত্তির প্রচলন ছিল। অর্থের বিনিময় কোনো নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক বা অশ্লীল যৌন সম্পর্ককে পতিতাবৃত্তি বলা হয়। সমাজে এটাকে নিকৃষ্ট ও নিন্দনীয় হিসাবে মনে করা হয় এবং হত। অন্যভাবে এটাকে গালি হিসাবে বেশাবৃত্তি বলা হত। এটা সমাজের সবার নিকট ছিল নিন্দনীয়, অগ্রহণযোগ্য। 

এর মাধ্যমে সমাজে পরকীয়া এবং যিনা-ব্যভিচারের প্রসার ঘটে। তাই ইসলাম সূচনা থেকেই যিনাকে হারাম ঘোষণা করেছে। যিনা ও ব্যাভিচারের নিকটবর্তী হতেও নিষিদ্ধ করেছে। এমন নির্দেশনা রয়েছে সুরা বনী ইসরাইলের ৩২ নাম্বার আয়াতে। 

সুরা আনআমের ১৫১ নাম্বার আয়াতে প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীলতায় জড়িত হতে নিষেধ করা হয়েছে। পতিতাবৃত্তি যিনা ও ব্যাভিচারের একটি রূপ। পার্থক্য শুধু এতটুকু যে, যিনাতে অর্থের লেনদেন নেই। পতিতাবৃত্তি বা বেশ্যাবৃত্তিতে অর্থের লেনদেন হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতিতাবৃত্তি থেকে অর্জিত সম্পদকে অবৈধ ও নিষিদ্ধ করেছেন। (বুখারি শরিফ, হাদিস : ২২৩৭, মুসলিম শরিফ, হাদিস : ১৫৬৭) যার অর্থ এটা ইসলামে হারাম। 

সুস্থ সমাজ ব্যবস্থায় পতিতাবৃত্তি কোনো পেশা হতে পারে না। খোঁজ নিলে দেখা যায়- যারা পতিতাবৃত্তির সাথে জড়িত তাদের অধিকাংশই অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন কারণে এ পেশায় জড়িয়ে যায়। সমাজের মানুষ তাদেরকে অবমূল্যায়ন করে। তাই রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এই ধরনের অপকর্মে যারা জড়িত তাদের প্রয়োজন মেটাবার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা এবং এই পথে অগ্রসর ও জড়িত হতে নিরৎসাহিত করা। 

পশ্চিমা বিশ্বের নারী স্বাধীনতার নামে ধর্মমুক্ত কোনো অনৈতিক ব্যবস্থা কোনো সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। কোনো ধর্মেই এর বৈধতার স্বীকৃতি নেই। এক কথায় বলা যায়- ইসলাম এ পেশাকে অবৈধ এবং হারাম মনে করে।

লেখক: সাবেক প্রফেসর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ও বর্ষীয়ান গবেষক আলেম 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর