সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রনীতি কেমন হবে
মুহাম্মাদ শোয়াইব
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩
নতুন দামেস্ক সরকার ও তার নেতা আহমেদ আশ-শার’র পররাষ্ট্রনীতি নিয়ে গভীর বিশ্লেষণ চলছে। বিশেষত, ইরানের সাথে তাদের সম্পর্ক এবং আঞ্চলিক ভূ-রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তনের সম্ভাবনা আলোচনার কেন্দ্রে।
প্রথমদিকে মনে হচ্ছে, নতুন সরকার সাবেক আসাদ সরকারের নীতি থেকে দূরে সরে একটি ভিন্ন পথ অনুসরণ করতে পারে। ধারণা করা হচ্ছে, হাইয়াতু তাহরিরিশ-শামের নেতৃত্বাধীন এই সরকার ইরানের সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা করতে পারে। ইসরায়েল ইতোমধ্যেই ইরানের বাহ্যিক সামরিক শক্তি দুর্বল করেছে, যা এই বিরোধকে ত্বরান্বিত করতে পারে।
তবে রাজনীতি সরলভাবে পূর্বানুমানযোগ্য নয়। অতীতে তুরস্ক, হামাস ও অন্যান্য আঞ্চলিক শক্তির অবস্থান পরিবর্তিত হয়েছে। তাই দামেস্ক ও ইরানের সম্পর্কও পরিবর্তিত হতে পারে। নতুন সরকার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে নাকি তুরস্কের প্রভাবের কারণে নরম নীতি গ্রহণ করবে, তা সময়ই বলে দেবে।
তুরস্ক এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তুরস্ক ও হাইয়াতু তাহরিরিশ-শামের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও তাদের নীতি পুরোপুরি অভিন্ন নয়। তুরস্কের নীতির প্রভাব দামেস্কে কতটুকু বিস্তৃত হবে, তা নির্ভর করছে পরবর্তী আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপের ওপর।
ইরাক ও সিরিয়ার মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব নতুন মাত্রা যোগ করতে পারে। বাগদাদে সুন্নি নেতৃত্বের উত্থান এবং দামেস্কে শিয়া বিরোধী সরকার গঠন আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে। এর ফলে তেহরান অক্ষকে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে।
ইরান সম্ভাব্য দুই কৌশল অবলম্বন করবে বলে ধারণা করা হচ্ছে। একদিকে আশ-শারা’র সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থাপন এবং অন্যদিকে সিরিয়ার ভেতরে ও আশেপাশে নতুন জোট গঠনের মাধ্যমে চাপ সৃষ্টি করা।
তেহরান, বাগদাদ ও হিজবুল্লাহের জন্য বর্তমান পরিস্থিতি একটি অস্থিতিশীল সময় নির্দেশ করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং নতুন দামেস্ক সরকারের ভবিষ্যত নীতি আঞ্চলিক গতি-প্রকৃতি পরিবর্তনের মাপকাঠি হয়ে উঠবে।
নতুন সিরিয়ার সরকার ইরান ও তুরস্কের প্রভাবের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করবে, তা নির্ধারণ করবে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক ভূ-রাজনীতির নতুন দিক।
-দুবাই ভিত্তিক আল আরাবিয়া নেট অবলম্বনে
লেখক : মিডিয়া রিসার্চার, এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটিজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ (ইসিএসএসআর), সংযুক্ত আরব আমিরাত
মেইল : [email protected]