কক্সবাজারের টেকসই উন্নয়নের সম্ভাবনা নিয়ে সংলাপ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১৫:২৫
ছবি : বাংলাদেশের খবর
‘কক্সবাজার সংলাপ : যুক্তির তীরে সম্ভাবনার আলো’ শিরোনামে কক্সবাজারের টেকসই উন্নয়নের সম্ভাবনা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের ভূমি ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ।
কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স ঢাকা আয়োজিত সংলাপে কক্সবাজারের উন্নয়ন নিয়ে তরুণ প্রজন্ম ও বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করেন।
প্রথম পর্বে ছিল বিতর্ক প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে ছিল কক্সবাজারের ভবিষ্যৎ নির্ধারণে পরিকল্পনাবিদদের মাস্টারপ্ল্যান পর্যালোচনা ও মুক্ত আলোচনা। এ আয়োজনের মাধ্যমে কক্সবাজারের টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথ রচনার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করেন আয়োজকরা।
বিএইচ/