Logo
Logo

অন্যান্য

বিইউ ও অ্যালায়েন্স হাসপাতালের সমঝোতা চুক্তি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:২২

বিইউ ও অ্যালায়েন্স হাসপাতালের সমঝোতা চুক্তি

বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) সঙ্গে অ্যালায়েন্স হাসপাতালের স্বাস্থ্যসেবা সর্ম্পকিত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রোববার (৩ নভেম্বর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

এ সময় বিইউর পক্ষে রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.) এবং অ্যালায়েন্স হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মাহফুজুল ইসলাম সমঝোতা স্মারকে সই করেন। 

সমঝোতা চুক্তির আওতায় হাসপাতালটি বাংলাদেশ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার ক্ষেত্রে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা প্রদান করবে। 

আরআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর