হুজুরদের মধ্যে ডিভোর্স হয় না : সুপ্রিমকোর্টের আইনজীবী মিথুন সাহা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
হুজুরদের মধ্যে বিবাহ বিচ্ছেদ কম হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিথুন সাহা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ।
ওই পোস্টে তিনি লেখেন, কোর্টে এত এত বিয়ের কাজ করি কিন্তু পাত্র হিসেবে হুজুর পেলাম না।
হুজুরদের মধ্যে বিবাহ বিচ্ছেদ কম হওয়ার কারণ হিসেবে তিনি দাবি করেন, হুজুররা পারিবারিকভাবে শরীয়ত মোতাবেক অ্যারেঞ্জ ম্যারেজ করেন। এটার চেয়ে সুন্দর আর কিছু নেই।
অ্যাডভোকেট মিথুন সাহা লেখেন, কোর্টে যারা বিয়ে করেন তারা ম্যাক্সিমাম পালিয়ে করেন। আর হুজুরদের মধ্যে ডিভোর্স হয় না বললেই চলে। তারা স্ত্রীর প্রতি যথাযথ দায়িত্ব পালন করেন বলেই ডিভোর্স নেই।
তরুণ এ আইনজীবীর দাবি, বর হিসেবে হুজুর বেস্ট। এরপর তিনি একটি লাভ ইমোজি ব্যবহার করেন।
বিএইচ/