Logo
Logo

সারাদেশ

ফিরে এসেছে সেই ফরহাদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:০৯

ফিরে এসেছে সেই ফরহাদ

ছবি : সংগৃহীত

নানাবাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় ছোট্ট কিশোর মোহাম্মদ ফরহাদ। অবশেষে তিন দিন পর খোঁজ মিলেছে তার। 

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরহাদের মামাতো ভাই মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানিয়েছেন, নানাবাড়িতেই ফিরে এসেছে ফরহাদ। তবে তিন দিন সে কোথায় ছিল, এখনো কাউকে তা বলেনি। খুব শিগগিরই জানা যাবে বলে আশাবাদী তিনি।

এর আগে গত শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার আবদুল্লাহপুর থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় সে।

আরও পড়ুন- এখনো বাড়ি ফেরেনি মাদ্রাসা-শিক্ষার্থী ফরহাদ

ফরহাদ রাউজান উপজেলার ডাবুয়া কান্দিপাড়ার হাফেজ মাওলানা জমির উদ্দিনের ছেলে ও ফটিকছড়ি বাইতুল হুদা মহিউসসুন্নাহ মাদ্রাসার জামাতে দহমের ছাত্র। তাকে খুঁজে পেয়ে পরিবারের সকলেই বেশ আনন্দিত। তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের খবরকে ধন্যবাদ জানানো হয়েছে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর