ফেনী-রংপুরে কি এই মাছ আছে, ফ্যাক্টচেকে যা জানা গেল
বাংলাদেশের ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭
সম্প্রতি বিশালাকৃতির মাছের একটি ছবি ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিটি বাস্তব বালিয়া মাছের। ছবিটিতে মাছটির পাশে উৎসুক মানুষের ভিড় দেখা যাচ্ছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টে এই মাছটি প্রাপ্তির স্থান হিসেবে বাংলাদেশের ফেনীর ইছামতি নদী এবং রংপুরের নাই পাড়ার কথা উল্লেখ করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশালাকৃতির মাছের ভাইরাল এই ছবিটি বাস্তব নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
বিষয়টির সত্যতা যাচাইয়ে প্রাথমিক অনুসন্ধানে ফেনী কিংবা রংপুরে এমন মাছ পাওয়া যাওয়ার বিষয়ে বিশ্বস্ত কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া প্রচারিত ছবিটি সন্দেহজনক মনে হলে রিউমর স্ক্যানার টিম ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণে কিছু অসংগতি ধরা পড়ে, যা সাধারণত এআই-নির্মিত ছবিতে দেখা যায়। যেমন- মাছটি অস্বাভাবিকভাবে বড় এবং এর দেহ অতিরিক্ত মসৃণ ও অস্বাভাবিক দেখা যাচ্ছে। ছবিতে থাকা মানুষের সংখ্যা এবং তাদের অবস্থান কৃত্রিম মনে হচ্ছে। এছাড়া ছবির আলো ও ছায়ার গঠনও বেশ অস্বাভাবিক মনে হচ্ছে।
পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য রিউমর স্ক্যানার টিম ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়া ব্যবহার করে ছবিটি বিশ্লেষণ করে। ট্রুমিডিয়ার বিশ্লেষণে দেখা যায় যে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশন বা কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে।
তাছাড়া, বিষয়টি আরও নিশ্চিত হতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট HIVE MODERATION ব্যবহার করা হয়। এই ওয়েবসাইটের বিশ্লেষণেও ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।
এছাড়া, মাছের ডাটাবেজ সম্পর্কিত ওয়েবসাইট ফিশবেজ অনুযায়ী, বেলে মাছ সর্বোচ্চ ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। অন্যদিকে, বিডিস্পেসিজ ডাটাবেজে এই মাছটির সর্বোচ্চ দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার পর্যন্ত এবং ওজন সর্বোচ্চ ৩০০ গ্রাম হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিশ্বস্ত কোনো সূত্রেও এমন বিশাল আকৃতির বেলে মাছের কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিশালাকৃতির মাছের একটি ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।
ওএফ