Logo
Logo

অন্যান্য

ঢাকা মহানগর দায়রা জজের সঙ্গে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের মতবিনিময়

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১২:৪৯

ঢাকা মহানগর দায়রা জজের সঙ্গে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর


ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের সঙ্গে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার মহানগর দায়রা জজের খাসকামরায় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। 

এদিন মহানগর দায়রা জজ হিসেবে মো. জাকির হোসেন যোগদান করায় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

এ সময় তিনি আইন ও আদালতের বিচারব্যবস্থা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যদের আহব্বান জানান এবং আদালত প্রাঙ্গনে আইনশৃংখলা এবং নিরাপত্তা যেন বজায় থাকে তার জন্য সাংবাদিকদের সচেষ্ট থাকার অনুরোধ জানান।

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো. রুবেল হালদারের সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. গাফফার হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যকরী কমিটি সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এমএজে/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর